অনলাইন ডেস্ক:
বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ওই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধের আহ্বান জানান পুতিন। খবর রয়টার্সের।
টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে পুতিন বলেন, দুদেশের সেনাদের মধ্যে চলমান লড়াই আসলেই একটি ট্র্যাজেডি। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা আশা করি এই সংঘাত খুব দ্রুতই শেষ হবে।
উল্লেখ্য, আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।