নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
জানা গেছে, সিডিসি র উদ্যোগে ওয়ার্ড ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। এতে করে জলবদ্ধতা ও চলাচলের দীর্ঘ দিনের সমস্যা সমাধান হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনে ওয়াদা মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি গলি সকল রাস্তা পাকা করার লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকলে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ১৯ নম্বর ওয়ার্ড ঘনবসতি এলাকা।
এই ওয়ার্ডে আয়তনের চেয়ে জনসংখ্যা বেশি। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ছিলো এই ড্রেন ও রাস্তা নির্মাণের । সেই আশাপূরণ হলো এলাকাবাসীর। আগামীতেও এলাকাবাসীকে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।