অনলাইন ডেস্ক:
চলতি আইপিএলে অবশেষে নিজের অবস্থানটা জানান দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রীতিমত জ্বলে উঠলেন তিনি। এদিন নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে ফেললেন এই পেসার।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ। ১৯৪ রান তাড়া করতে নেমে তার দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস।
বুমরাহ ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে এটিই তার সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
যদিও এর আগের প্রথম ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ। কিন্তু রান দেয়ার ক্ষেত্রে ছিলেন ব্যয়বহুল। এক ম্যাচে ৪১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আরেক ম্যাচে ৪২ রান দিয়েও উইকেটের দেখা পাননি।