শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আইপিএলে ফের বাজে আম্পায়ারিং, মেজাজ হারালেন ধোনি

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

ক্যাপ্টেন কুল তিনি। দলের কঠিন পরিস্থিতিতেও তাঁকে দেখা যায় মাথা ঠান্ডা রেখে দলের হাল ধরেছেন। হার নিশ্চিত জানলেও তার মুখে চিন্তা বা হতাশা দেখা যায় না। দলের ক্রিকেটারদের উপরেও রাগতে দেখা যায় না তাকে। সেই মহেন্দ্র সিং ধোনি আম্পায়ারিং নিয়ে মেজাজ হারালেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেল তাকে।

ঘটনাটি ঘটে রাজস্থান ইনিংসের ১৮ তম ওভারে। ব্যাট করছিলেন টম কারেন। বল করছিলেন দীপক চাহার। পঞ্চম বলটি কারেনের থাই প্যাডে লেগে জমা পড়ে ধোনির দস্তানায়। চাহার আউটের আবেদন করেন। এরপর আউট দিয়ে দেন আম্পায়ার। অবাক টম কারেন সঙ্গে সঙ্গে রিভিউ নিতে যান। কিন্তু তিনি খেয়াল করেন আগেই রিভিউ নষ্ট হয়ে গেছে। ফলে বিরক্ত হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি।

তখনই জায়ান্ট স্ক্রিনে আউটের রিভিউ দেখে আম্পায়ারের মনে প্রশ্ন জাগে। তিনি লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে থার্ড আম্পায়ার কল করেন। তাতে দেখা যায় বল ধোনির গ্লাভসে যাওয়ার আগেই বল মাটিতে বাউন্স করেছে। তাছাড়া কারেনের ব্যাটে নয়, পায়ে লেগে বল গেছে। ফলে নটআউট দেন থার্ড আম্পায়ার। তারপরেই ফের কারেনকে ডেকে নেন অন ফিল্ড আম্পায়ার।

 

এরপরেই ধোনিকে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। তিনি জানতে চান একবার আউট দেওয়ার পরেও কোন যুক্তিতে ব্যাটসম্যানকে ডাকা হল। কারণ রাজস্থানেরতো রিভিউ শেষ হয়ে গেছে। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের আবেদন নিয়ম বিরুদ্ধ কিনা সেই প্রশ্ন তোলেন ধোনি। যদিও এই ব্যাপারে পরে ধোনির তরফে বা আম্পায়ারদের তরফে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচেও প্রশ্ন ওঠে আম্পায়ারিং নিয়ে। আম্পায়ারের ‘ওয়ান শর্ট’–এর সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক। রিপ্লেতে দেখা যায় ক্রিস জর্ডনের বাড়ানো ব্যাট ক্রিজ ছুঁয়েছিল। অর্থাৎ রানটি ছিল বৈধ। আম্পায়ারের দৃষ্টিপথে কোনও বাধা ছিল না। তবুও ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। ওই রান যোগ হলে দিল্লির বিরুদ্ধে ম্যাচটা জিতেও যেতে পারত পাঞ্জাব। সেই কারণে দলের মালিক প্রীতি জিনতাও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে টুইট করেন।

এই বিভাগের আরও খবর

সাহসী ক্রিকেট খেলার পক্ষে তাসকিনও

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই সাকিব আল হাসানের দল আমূল বদলে গেছে। সাকিব-হাথুরুসিংহে মিলে দলের মাঝে ইনটেন্ট বদলানোর বার্তা ছড়িয়ে দিয়েছেন। এরপর

রাশিয়া-বেলারুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে উইম্বলডন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ইউক্রেন আগ্রাসনে গত বছর উইম্বলডন থেকে নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। তাদের সহযোগী হওয়ায় বেলারুশকেও একই নিষেধাজ্ঞার শাস্তি পেতে হয়েছিল। এবার তাদের ওপর থেকে

লিটন এখন বাংলাদেশ দলের মূল ব্যাটার: রনি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন টি-টোয়েন্টিতে গত দুই বছর ধরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও সাফল্য মিলছিল না। হুট করে ইংল্যান্ড সিরিজে নিয়ে আসা হয় রনি তালুকদারকে। ব্যস! এরপর

পাকিস্তানের বোলিং কোচ হচ্ছেন মরকেল

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   পাকিস্তানের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মরকেল। ব্যাটিং

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনভারত-পাকিন্তানের শীতল সম্পর্কের খবর নতুন নয়। তবে এবার বিপত্তি বেধেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ কেন্দ্র করে। প্রথম এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অপরাগতা জানিয়েছিল

পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশে!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশে! ভারতে হবে আগামী বিশ্বকাপ, কিন্তু পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশে। ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য