শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আব্রাম খান জয়ের চতুর্থ জন্মদিন শাকিবের শুভেচ্ছা

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের চতুর্থ জন্মদিন আজ। আব্রাম ২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহন করে। শাকিব ও অপু এখন আর এক সঙ্গে নেই। তবে ছেলের জন্মদিনকে ঘিরে তাঁদের কণ্ঠে শোনা গেল এক সুর। দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে আব্রাম খান জয়ের প্রতি প্রকাশ করলেন তাঁদের ভালোবাসার কথা।

তবে বাবা–মায়ের অগাধ ভালোবাসা পেয়ে দিন শুরু হলেও আব্রামের এবারের জন্মদিনটি অন্য বছরগুলোর তুলনায় আলাদা কাটছে। মা অপু বিশ্বাস ছেলের জন্মদিন প্রতিবছর বেশ আয়োজন করে পালন করে থাকেন। কিন্তু সেই আয়োজন এবার হচ্ছে না। কিছুদিন আগে এই অভিনেত্রী তাঁর মাকে হারিয়েছেন। সেই শোক এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি।

করোনায় মাকে হারিয়ে এখনো শোকে স্তব্ধ অপু বিশ্বাস ও তাঁর পরিবার। এর মধ্যেই চলে এল ছেলে আব্রামের জন্মদিন। ছেলেকে উদ্দেশ করে এই নায়িকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আজ সকালে লেখেন, ‘বাবা, এবার তোমার জন্মদিনের কোনো আয়োজনই আমি করতে পারলাম না।’ এই সময় তিনি তাঁর মায়ের চলে যাওয়ার প্রসঙ্গে লেখেন, ‘তোমার দিদা তোমার পাশে নেই। আমরা আর কখনো তোমার দিদার দেখা পাব না।’ এই অভিনেত্রীর মা শেফালী বিশ্বাস ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করতে না পারলেও ছেলেকে উদ্দেশ করে অপু আরও লেখেন, ‘তোমার মা হিসেবে আমি তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তুমি যেন তোমার দিদার আশা পূরণ করতে পারো। আমি যেন তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’ এই সময় তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আপনারা যাঁরা যাঁরা আমার ছেলে জয়কে ভালোবাসেন, তাঁরা সবাই আমার জয়ের জন্য আশীর্বাদ করবেন। আমার জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।’

শাকিব লেখেন, ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সব সময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়।’

ছেলের প্রথম জন্মদিন বড় আয়োজন করে উদ্‌যাপন করেছিলেন অপু। সেদিনটা আব্রাম বাবা শাকিব খানের সঙ্গেও কাটিয়ে ছিল কিছু সময়। প্রথম জন্মদিনে ছেলেকে উপহার হিসেবে সোনার চেইন দিয়েছিলেন শাকিব। পরে অপু বিশ্বাস আব্রামের জন্মদিন উপলক্ষে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অনেক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। দ্বিতীয় জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও ছিল আয়োজনের চাকচিক্য।
দেশের সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আর অপু বিশ্বাসের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। ২০১৭ সালের ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সেই সময় অপু বিশ্বাস জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তাঁর গোপনে বিয়ে হয়েছে। বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয় না দুজনের। সেই বছর ২০১৭ সালে ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তিন মাস পর তাঁদের বিচ্ছেদ কার্যকর হয়।

অপু আরও লেখেন, ‘জয়ের গত জন্মদিনের অনুষ্ঠানগুলোর আয়োজন আমার মা-ই করতেন। তিনিই সবচেয়ে বেশি উত্তেজিত থাকতেন জয়ের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে।’

এদিকে চিত্রনায়ক শাকিব খান তাঁর ফেসবুক পাতায় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে লিখেছেন, ‘আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশা আল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সব সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনো আছে।’ ছেলের কাছ থেকে দূরে থাকার আক্ষেপ প্রকাশ করে শাকিব লেখেন, ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সব সময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সব সময় এবং আজীবন ভালোবাসি বাবা।’

এই বিভাগের আরও খবর

কন্যাকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ২০২২ সালের জানুয়ারিতে কন্যার মা হয়েছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে সেখানেই হয়েছে সন্তানের জন্ম। এরপর

জয়ার জয়, পারলেন না ফারিয়া

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন গেলো ২৩ মার্চ শুরু হয়েছিলো ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ১৪তম আসর। বৃহস্পতিবার (৩০ মার্চ) পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে ভারতের কর্ণাটক

বলিউড বনাম সাউথ: প্রথম দিনে অজয়ের চেয়ে এগিয়ে নানি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন বলিউডের একচেটিয়া রাজত্বে ভাটা পড়েছে বহু দিন। তবে মাঝে মাঝে কিছু ছবি মুম্বাই ইন্ডাস্ট্রির অস্তিত্বের জানান দেয়। যেমন গেলো জানুয়ারিতে মুক্তি পাওয়া

ঈদে শিবলী-নিপা ও দেড় শতাধিক শিল্পীর ত্রিমাত্রিক নৃত্য

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন ‌‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। সাথে থাকে বর্ণিল আয়োজন। যা শুধুমাত্র নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেতকে দিয়েই সম্ভব।  প্রতি ঈদেই এই নির্মাণ স্রষ্টা

ফেরদৌস-পূর্ণিমার জন্য গাইলেন নোলক বাবু

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন দেশের গুণী নির্মাতা ছটকু আহমেদ। ফেরদৌস-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা ‘আহারে জীবন’। আর সেই ছবির শিরোনাম গান গাইলেন নোলক বাবু। চলচ্চিত্র

বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। চার তরুণীর এই ব্যান্ড অল্প সময়েই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র পরই এখন