নিজস্ব প্রতিবেদক:
অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময়টি অনুুষ্ঠিত হয়।
এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রে দাখিলকৃত রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহলের অপতৎপরতার বিষয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ১ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সম্মেলনের পূর্ব হতে অদ্যবধি একটি স্বার্থন্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক কিছু নিউজ পোর্টাল-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দের চরিত্র হনন করে আমাদের নেতৃবৃন্দের ব্যক্তিগত ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও আমি পারষ্পরিক আলোচনার ভিত্তিতে রাজশাহী মহানগরের একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দাখিল করেছি। যা অনুমোদনের অপেক্ষায়। এই কমিটি জমা দেওয়ার পর একটি কুচক্রী মহল কমিটিতে অন্তর্ভূক্ত কিছু নেতৃবৃন্দকে নিয়ে মনগড়া কল্পকাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম ও কিছু নিউজ পোর্টালে ছড়িয়ে দিয়ে দলের মধ্যে আত্মকলহ ও বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত।
ভবিষ্যতে ওই সমস্ত স্বার্থন্বেষী কুচক্রী মহলের সরবরাহকৃত ভিত্তিহীন সংবাদ আপনাদের নিউজ পোর্টালে প্রকাশিত না করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক কর্মকান্ড ও দলীয় নেতৃবৃন্দের বিষয়ে কোন কিছু জানার থাকলে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অবগত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য রবিউল আলম রবি, মকিদুজ্জামান জুরাত, নগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার সহ নগর আওয়ামী লীগের প্রমুখ নেতৃবৃন্দ ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।