নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অক্টোবরের মাঝামাঝিতেই শুরু হচ্ছে জাহানারা জামান স্মৃতি তৃতীয় বিভাগ ফুটবল লিগ। তাই এখন থেকেই কোচের তত্বাবধানে অনুশীলন ক্যাম্প শুরু করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘের খেলোয়াড়রা।
মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘের ২৫ জন খেলোয়াড় এই ক্যাম্পে যোগ দিয়েছেন। বিভিন্ন স্থানে তাদের বাড়ি। শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ দলের পৃষ্ঠপোষক রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী ক্লাবে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। যুব সমাজকে সুসংগঠিত ও বিপথগামী হতে ফেরাতে খেলাধূলার কোন বিকল্প নাই। তাই আমার খেলা ধূলায় আবার তরুণ প্রজন্মকে ফিরাতে এই উদ্যোগ।
এ সময় যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান, প্রধান কোচ কামাল হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার পাপেল মাহমুদ, আবাহনির সাবেক খেলোয়াড় রাশিদুল হাসান শামীম, সাবেক ফুটবলার রাশেদ পারভেজ, জানে আলম, ক্লাবের সভাপতি সাজ্জাদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বলেন, যুবসমাজ যেন মাদক থেকে দূরে থাকে সেই জন্য খেলাধূলার কোন বিকল্প নাই। সেই জন্য বিশেষ করে ১নং ওয়ার্ডে খেলার প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে খেলাধূলার মাধ্যমে মাদকে থেকে মুক্ত হবে তরুন সমাজ।
রাজশাহীতে এভাবে ক্যাম্পে থেকে খেলোয়াড়দের অনুশীলন এবারই প্রথম। তারা রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকায় ক্লাবেই থাকছেন।
জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝিতে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাহানারা জামান স্মৃতি তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হবে। এতে ১৬টি দল অংশ নেবে। এখন মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘের খেলোয়াড়রা ক্লাবেই থাকবেন। প্রধান কোচের তত্বাবধানে তারা বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন প্রস্তাবিত জাহানারা জামান মিনি স্টেডিয়ামে অনুশীলন করবেন।